সম্প্রতি স্যোসাল মিডিয়াতে বৌদ্ধ গ্রুপ, পেইজ ও ব্যক্তির আইডিতে ট্রেন্ডিং চলছে ‘পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রতিষ্ঠিত একমাত্র বৌদ্ধ বিহার। #সংগৃহীত “ ক্যাপশনযুক্ত একটি বিহারের ছবি। এছবিতে এইটুকু তথ্য ছাড়া আর কোন বিস্তারিত তথ্য উল্লেখ না থাকায় সাধারণের মধ্যে ব্যাপক কৌতুহল লক্ষ্য করা গেছে স্যোসাল মিডিয়াতে। অনেকে এবিষয়ে বিস্তারিত জানতে চেয়ে মন্তব্য করলেও যারা এই ছবি শেয়ার করছে তাদের পক্ষ থেকে কোন প্রতিত্তোর মিলছে না।
তাই এই ছবির বিষয় যাচাই করছে ধম্মইনফো। প্রকৃত অর্থে বর্তমান হঠাৎ ট্রেন্ডিং এ আসা এই ছবি পাকিস্তানের হলেও খবর প্রায় ৬ বছর আগের ২০১৮ সালের।
শ্রীলংকার ada.lk, virakesari.lk সহ একাধিক পত্রিকার সেই সময়ের অনলাইন প্রকাশনা থেকে জানা যায়, তৎকালীন শীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা পাকিস্তানের ইসলামাবাদে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বৌদ্ধ কেন্দ্র টি উদ্বোধন করেছিলনে ২০১৮ সালের ২৩ মার্চ শুক্রবার।
পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হুসেইনের আমন্ত্রণে দুদিনের পাকিস্তান সফরে গিয়ে রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা সেদিন বিকালে পাকিস্তানের শ্রীলঙ্কার একমাত্র বৌদ্ধ বিহার ‘আন্তর্জাতিক বৌদ্ধ কেন্দ্র’ পরিদর্শন করেন।
এসময় নেপাল, ভারত, মিয়ানমার, কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন ও মালয়েশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভিক্ষুসংঘের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম প্রদেশের প্রধান সাঙ্গানায়কে থেরা কালানিথি সংঘের আগুরতীয়ে নন্দ থেরা, সংঘের ভাগমুনে সুমঙ্গলা থেরা, অধ্যাপক সঙ্ঘের নবরিথাঙ্কদাওয়ালা জ্ঞানরত্ন নায়ক থেরা প্রমুখ।