চট্টগ্রামের রাউজানের উত্তর গুজরা
ডোমখালী গ্রাম যেন ধন্য।
জ্ঞানের আধার, অনাথের নাথ
সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের’র জন্য।।
জন্ম-জরা –ব্যাধি- মৃত্যুতে কাতর
জীবন সত্যের সন্ধানে পথচলা ।
মায়া মোহের সংসার ছেড়ে
মহাভিক্ষু হয়ে প্রজ্ঞার কথা বলা ।।
অন্ন –বস্ত্র- বাসস্থান – শিক্ষা-স্বাস্থ্য
মানুষের মৌলিক অধিকার ।
জীবন সংসারে আজন্ম সংগ্রাম
ব্রত হোক তাই পরোপকার ।।
সংসার ছেড়ে শ্রামণ্য দীক্ষা শেষে
ভিক্ষু বেশে পাহাড়ে নগরে মুগ্ধতায় ।
সেই ক্লান্তিহীন ছুটে চলা তাঁর
জ্ঞানের মশাল হাতে প্রজ্ঞা পারমিতায়।।
পাহাড়ের সবুজ বনানীর স্নিগ্ধতায়
ছুটে চলা সেই দুর্গম গিরিকন্দরে।
বৌদ্ধ নীতি মঞ্জুরী’র প্রদীপ্ত আলোয়
জ্ঞানের দ্যূতি ছড়ায় অশান্ত পাহাড়ে ।।
খাগড়াছড়ির গুইমারা, মহালছড়ির মুবাইছড়ি
রাঙামাটির মোনঘর অনাথ আশ্রম।
জন্মান্তরবাদে বিশ্বাসী বিশাল বিটপী
কদলপুর, বিনাজুরী কিংবা নন্দন কানন।।
সদ্ধর্মের প্রচার আর অস্থিত্বের অন্বেষায়
পাহাড়ে, সমতলে কিংবা নগর প্রান্তরে।
বহুজন সুখে বন্ধনহীন পথচলা
উত্তরবঙ্গের পশ্চাতপদ জয়পুরহাট, রংপুরে।।
চারিদিকে আজ শুধু অপ্রিয় সংযোগ
প্রিয় বিয়োগ ব্যাথায় কাতর।
মিলের অভাব, বিষম বিভ্রাট
কপটতা আর বিষন্ন প্রহর।।
তিনি শাসন শোভন জ্ঞানভানক
কর্মে, ধ্যানে, জ্ঞানে গরিমায়।
একুশে পদক, মহাসদ্ধর্মজ্যোতিকাধবজ
অগ্রমহাপন্ডিত অভিধায় অনন্য উচ্চতায়।।
বিভেদের অগ্নিজ্বালায় বন্ধুর জীবন পথে
দুর্বিষহ শংকায় চলে অবিরাম।
সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের হে মহান,
জন্মশতবর্ষে জানাই প্রণাম ।।
সংস্কৃতিকর্মী ও সংগঠক হিসেবে দেশ-বিদেশের বহু সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ সদ্ধর্মের সমৃদ্ধিতে কাজ করছেন। ওয়ার্ল্ড এ্যলায়েন্স অব বুড্ডিস্ট –WAB, সহ বহু আন্তর্জাতিক সংগঠনের সাথে যুক্ত থেকে বিশ্ব যুব সম্প্রদায় এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। বর্তমানে ওয়ার্ল্ড এ্যলায়েন্স অব বুড্ডিস্ট (WAB) –এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।