বাংলাদেশে শিক্ষা জগতে প্রফেসর ড. জিতেন্দ্র লাল বড়ুয়া একটি বহুল পরিচিত নাম। ১৯৯৫ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যাপক এবং ২০০২ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে দু’বার স্বর্ণপদক প্রদান করেন। ২০০০ সালেও তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মান লাভ করেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক এবং একাধিক সরকারি কলেজে প্রায় দশ বছর যাবত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭০ সালে সরকারি কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং পটুয়াখালী সরকারি কলেজ, ঝালকাঠি সরকারি কলেজ, করটিয়া সাদত কলেজ, জগন্নাথ কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, হরগঙ্গা সরকারি কলেজ ও নরসিংদী সরকারি কলেজে বিভিন্ন পদে বিভিন্ন মেয়াদে সুনামের সঙ্গে চাকরি করেন।
প্রফেসর বড়ুয়া কক্সবাজার জেলার উখিয়া থানার রুমখাপালং গ্রামে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে তিনি স্থানীয় পালং মডেল হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করার পর চট্টগ্রাম কমার্স কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) ও এম.কম ডিগ্রি লাভ করেন। অতঃপর ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বৌদ্ধ ধর্মদর্শন, ইতিহাস, বীমা ও হিসাববিজ্ঞান প্রভৃতি বিষয়ে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাছাড়া, তিনি একজন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক। তিনি অ্যামিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমির জীবন সদস্য। International Association for the Future of Humanity নামক আন্তর্জাতিক সংস্থারও তিনি জীবন সদস্য। দেশের একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত।
রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের সাথের এদেশের বৌদ্ধরাও জড়িত। ব্রিটিশ বিরোধী আন্দোরনের কর্ম ধারাকে অব্যাহত রেখে রাঙালি বৌদ্ধসম্প্রদায় পাক…