দক্ষিণ কোরিয়ায় বৌদ্ধ মন্দিরে অবস্থান করে ধ্যান ও ধর্মীয় অনুশীলনের সুযোগ দেওয়া টেম্পল স্টে কর্মসূচিতে অংশগ্রহণ গত বছর নতুন রেকর্ড অর্জন করেছে।
দেশটির বৌদ্ধ সংগঠন জগিয়ে অর্ডারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন, যা চালুর পর থেকে সর্বোচ্চ।

টেম্পল স্টে মূলত এমন একটি কর্মসূচি, যেখানে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট সময়ের জন্য বৌদ্ধ মন্দিরে থেকে সন্ন্যাসীদের দৈনন্দিন জীবন, ধ্যান, প্রার্থনা ও নৈতিক অনুশীলনের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পান। আধুনিক জীবনের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নেওয়ার একটি মাধ্যম হিসেবেও এটি জনপ্রিয়তা পাচ্ছে।
জগিয়ে অর্ডার জানিয়েছে, বর্তমানে দক্ষিণ কোরিয়ার দেড় শতাধিক মন্দিরে এই কর্মসূচি চালু রয়েছে। অংশগ্রহণকারীদের বড় একটি অংশ দেশীয় নাগরিক হলেও বিদেশি পর্যটকদের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশ্লেষকদের মতে, মানসিক চাপ, কর্মজীবনের ক্লান্তি ও জীবনের ভারসাম্য খোঁজার প্রবণতার কারণে মানুষ ক্রমেই ধ্যান ও আধ্যাত্মিক চর্চার দিকে ঝুঁকছে। টেম্পল স্টে সেই চাহিদার সঙ্গে সংস্কৃতি ও পর্যটনকে যুক্ত করতে সক্ষম হয়েছে।
২০০০-এর দশকের শুরুতে সীমিত পরিসরে শুরু হওয়া এই কর্মসূচিতে এখন পর্যন্ত মিলিয়নের বেশি মানুষ অংশ নিয়েছে। কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় ধ্যান ও সাংস্কৃতিক কার্যক্রম যুক্ত করে টেম্পল স্টে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক, ধম্মইনফো-ডট-কম
