যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট’-এ বাংলাদেশের বৌদ্ধধর্মের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৮ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ‘কেন লক হল’ (Ken Locke Hall)-এ এই আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে বৌদ্ধধর্মের প্রচার ও প্রসারের অনুসন্ধান’ শীর্ষক এই বক্তৃতায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক ড. সঞ্জয় বড়ুয়া চৌধুরী। তিনি বর্তমানে থাইল্যান্ডের মাহিডল ইউনিভার্সিটির কলেজ অফ রিলিজিয়াস স্টাডিজের শিক্ষক ও অনুষদ সদস্য।

বিশ্ববিদ্যালয়টির ডিপার্টমেন্ট অফ রিলিজিয়াস স্টাডিজ আয়োজিত ‘২০২৬ ডিস্টিংগুইশড লেকচার সিরিজ’-এর অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টায় অনুষ্ঠানটি শুরু হবে।
ড. সঞ্জয় বড়ুয়া চৌধুরী বৌদ্ধধর্মের ইতিহাস ও দর্শনের ওপর দীর্ঘকাল ধরে গবেষণা করছেন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার থেরবাদ ঐতিহ্য এবং পালি ও সংস্কৃত পাণ্ডুলিপি বিশ্লেষণে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। তাঁর এই আলোচনায় বাংলাদেশে বৌদ্ধধর্মের বিবর্তন এবং সমসাময়িক প্রেক্ষাপট ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মিরোজ শাক্য। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী ও গবেষকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

