বিহারের বোধগয়ার ঐতিহাসিক মহাবোধি মন্দিরের ব্যবস্থাপনার অধিকার বৌদ্ধদের হাতে হস্তান্তরের দাবিতে মঙ্গলবার অসমের তিনসুকিয়ার মার্ঘেরিটা শহরে একটি শান্তি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশ নেয় পূর্বাঞ্চল বৌদ্ধ সমিতি, অল অসম বৌদ্ধ অ্যাসোসিয়েশন, পূর্বাঞ্চল ভিক্ষু সংঘ এবং বারুয়া বৌদ্ধ কল্যাণ সমিতি।
প্রায় ২৫০০ বছরের প্রাচীন মহাবোধি মন্দিরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। বর্তমানে এটি ১৯৪৯ সালের বোধগয়া মন্দির ব্যবস্থাপনা কমিটি (বিটিএমসি) আইনের আওতায় পরিচালিত হয়। ওই আইনে বলা হয়েছে, কমিটির চেয়ারম্যান হতে হবে একজন হিন্দু জেলা ম্যাজিস্ট্রেট।
এই আইনের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন যে, মন্দির ব্যবস্থাপনায় বৌদ্ধদের প্রতিনিধিত্ব খুবই সীমিত। বর্তমানে বিটিএমসি-র ৯ জন সদস্যের মধ্যে মাত্র ৪ জন বৌদ্ধ।
সারা দেশে প্রতিবাদের পরিকল্পনা
বৌদ্ধ সম্প্রদায় মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। ভারত সরকারকে মন্দিরের ব্যবস্থাপনা অধিকার বৌদ্ধদের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তারা। মাইসুরুর প্রাক্তন মেয়র পুরুষোত্তম জানিয়েছেন, মাইসুরুতেও প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হবে। তার মতে, মন্দিরে হিন্দু ধর্মীয় আচার পালন এবং ব্যবস্থাপনা কমিটিতে হিন্দু সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়টি বৌদ্ধ সম্প্রদায়ের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই দাবির পক্ষে মার্ঘেরিটার র্যালিতে অংশগ্রহণকারীরা বিটিএমসি আইনের সংশোধন এবং বৌদ্ধ সম্প্রদায়ের জন্য আরও প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।